Home » মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ দালালের জরিমানা

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ দালালের জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
296 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিকট থেকে ৩ দালালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাজাহান আলী,বাকের আলী ও সোহাগ হোসেন কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান।

শাজাহান আলী দিঘির পাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিতর দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করায় ওই তিন ব্যক্তিকে নিকট থেকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আরো কয়েকজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু, এ এস আই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, টিএসআই সুলতানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন