নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর কর্তৃক মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৯ জানুয়ারি), বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুর কুটিরঘাটে এঅভিযান পরিচালনা করা হয়।সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রয় করা ও সঠিক মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসাবে উজলপুরের মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও মেসার্স এস এস ট্রেডার্স এ দু’টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৩৭ ও (খ) ৩৮ ধারায় অপরাধী সাব্যস্থ হাওয়ায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকার ওয়ালিউল হককে ৩ হাজার টাকা ও মেসার্স এস এস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকার হযরত আলীকে একই আইনের (ক) ৪৫ ধারায় ২ হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।সময় তাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে আইনকানুন না মানলে বড় ধরনের জরিমানা করা হবে বলে জানানো হয়।একইসময়ে ডিজেল ও গ্যাসের বিক্রয় মূল্য তালিকাও টানিতে রাখার জন্য বলা হয়।