আজকের মেহেরপুর ডেস্ক:
“মুছে যাক গ্লানি ,ঘুচে যাক জরা, অগ্নিসানে শুচি হোক ধরা ” এ স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে মেেহরপুরে মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে মেহেরপুর শিল্পকলা একাডেমি থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় । মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
মেহেরপুর জেলা প্রশাসক মো: আজিজুল ইসলামের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি‘র , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. আব্দুস সালাম , জেলা আওয়ামীলীগের সাধাররন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক , মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইয়ারুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম- সাধাররন সম্পাদক অ্যাড ইব্রাহিম শাহিন প্রমুখ । আলোচনা সভা শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমির শিল্পিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।