নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটার চুরির অভিযোগে নুরুল ইসলাম এবং জুয়েল নামের দুই জনকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে নুরুল ইসলাম জুয়েলকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম (২৯) কুলবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে এবং জুয়েল (৩০) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
জানা গেছে রবিবার দিবাগত রাতে কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটার চুরি করে মেহেরপুর শহরের একটি ভাংড়ির দোকানে বিক্রি করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ খবর পেয়ে সোমবার জুয়েল এবং নুরুলকে আটক করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী মটারটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।