আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুর গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে বাহাগুন্দা গ্রামের মীর ওমর ফারুক এর ছেলে মীর কাওসারের বাড়িতে অভিযান চালান। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে কাউসার পালিয়ে যাই। পরে তার বাড়িতে মেঝের নিচে লুকিয়ে রাখা ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় মীর কাওসারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মীর কাওসারের নামে মেহেরপুরের গাংনী থানার মাদকের প্রায় এক ডজন মামলা রয়েছে বলে জানা গেছে।