নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক ।
মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) র মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইন সহ জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়াকে আটক করা হয়। আটক জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়া সদর উপজেলার পিরোজপুর গ্রামের আজের আলীর ছেলে।
জানাগেছে,গোপনসুত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ গোপাল কুমারের নেতৃত্ব ডিবি’র এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর সদর থানাধীন পিরোজপুর পশ্চিম পাড়া (হটাৎ পাড়া)’র জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসম বাড়ির দক্ষিণ পাশের টিনশেড ঘরের মধ্যে থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।