আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে মেহেরপুর পৌর এলাকা থেকে তানিসা ইয়াসমিন ওরফে ইমাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর), মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে সঙ্গীয় এস আই অজয় কুমার কুন্ডু, এস আই হাবিবুর রহমান, এ এস আই হেলাল উদ্দিন, এ এস আই মাহাতাব উদ্দীন পৌরসভার ওয়াপদা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইমার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা রয়েছে। যার মামলা নং-৩৫ ২৪/০৯/২০২১ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) ৪১ এর ভিত্তিতে আটক করা হয়। ইমা মেহেরপুর সদর উপজেলার ৭ নং ওয়ার্ড মিয়াপাড়ার রুবেল শেখ এর স্ত্রী বলে জানা যায়। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।