আমঝুপি অফিস:
মাদক সেবন করার অভিযোগে পলাশ নামের এক যুবককে ২৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমান আদায় করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে মোবাইল কোর্ট বসিয়ে পলাশকে ২৫ দিনের জেল, ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করেন। এর আগে মাদক সেবন করার অভিযোগ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পলাশকে আটক করা হয়। পলাশ মেহেরপুর শহরের ঘোষপাড়ার আখের আলীর ছেলে।