নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
পুলিশ লাইন্স ড্রিলসেডে মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর ও জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।