মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে মায়ের হাত ধরে মামার বিয়ে বিয়েতে যাওয়ার সময় ট্রাক এর পিছনের চাকা বাস্ট করে শিশু ইয়াসিন(১০)এর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলি মেহেরপুর সদর উপজেলার মুখার্জিপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও স্থানীয় এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ের হাত ধরে মামার বিয়েতে যাওয়ার সময় মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর সড়কের বামনপাড়ার কাজী কুদরুতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের পিছনের চাকা বাস্ট করে একটি ইটের টুকরো শিশু ইয়াসিনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান পিপিএম।