Home » মেহেরপুরে মুক্তাঙ্গনের উদ্বোধন করা হয়েছে

মেহেরপুরে মুক্তাঙ্গনের উদ্বোধন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
101 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে মুক্তাঙ্গনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুক্তাঙ্গনের নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন মুক্তাঙ্গন পরিদর্শন করেন। এ সময় সেখানে শতাধিক কোমলমতি শিশুকে সাথে নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুক্তাঙ্গল পরিদর্শন করেন এবং তাদের সাথে ছবি তোলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন