আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ
মেহেরপুরে মোবাইল কোর্টে বসিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগে ৩ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে এ মোবাইল কোট বসানো হয়, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়, মোবাইল কোট সূত্রে জানা গেছে, পন্যের মূল্য তালিকা না থাকায় বারাদি বাজার ৩ ফল ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।