নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে র্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০২
মেহেরপুরে র্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামদেবপুর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ১০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের -মৃত শামসুদ্দিনের ছেলে শরিফুল বিশ্বাস (৩৮),
একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে মোঃ সবুজ বিশ্বাস(২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।