মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর শহরের চক্কর পাড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন রহিমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। ফলে বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইনটি খোয়া যায়। রহিমা খাতুন চক্করপাড়ার মোকবুল হোসেনের স্ত্রী। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, বৃদ্ধা রহিমা খাতুন প্রতিনিনের ন্যায় আজ সকালে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাচ্ছিলেন। ঠিক সেই সময় ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা দারা জানান, ঘটনা শুনেছি, কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।