নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গনকবরে পুষ্প মাল্য অর্পণ , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্প মাল্য অর্পণ ,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর।
বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমুখ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এর আগে সকালে গনকবরে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলাবাসীর পক্ষে সর্বপ্রথম পুষ্প মাল্য অর্পন করেন। এরপর জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের পক্ষে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আব্দুল্লাহ আল আমিন সহ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর জেল পুলিশ, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পমাল অর্পণ করা হয়। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুরে মেহেরপুর জেলার সকল মসজিদে দোয়া করা হয়।