Home » মেহেরপুরে শিবিরের সাবেক জেলা সভাপতি সাব্বিরকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ

মেহেরপুরে শিবিরের সাবেক জেলা সভাপতি সাব্বিরকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
99 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

জামায়াতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা সেক্রেটারি এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (০৫) ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার সাব্বির মেহেরপুর পৌরসভার শেখপাড়া গ্রামের খন্দকার আফসারুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শেখ মইনুল ইসলাম জানান, সাব্বিরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।গত বছরের জানুয়ারী মাসে নাশকতার ঘটনায় মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হচ্ছে শাকিল হোসেন সাব্বির।তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি তদন্ত।

০ মন্তব্য

You may also like

মতামত দিন