মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন স্বশ্রম কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত । আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বয়সি শিশু কণ্যা বড়ির পাশে খেলা করছিল। তসলে উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ধর্ষিতোর মা বাদী হয়ে শিশু নির্যাতন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দেন।
মামলায় বাদি পক্ষের আইনজিবী ছিলেন অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজিবী ছিলেন একেএম আসাদুল আলম।