মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে পলাশ হাসান বয়স (১৬)গতকাল রাত ৮.০০ টা সময় শোলমারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাস্তা দিয়ে মোটরসাইকেল করে দুই বন্ধু এক সাথে ঘুরতে বের হয় হঠাৎ করে রাস্তার বেক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের ভেতর গাড়ি ঢুকে দুই জন এক সাথে পড়ে যাই ওই অবস্থায় পলাশ গুরুতর আহত হয় এবং পাশে পলাশ এর বন্ধু সাধন ও হালকা ব্যথা ও কিছু জায়গায় কেটে ও ছিলে যাই পলাশ গুরুতর আহত হয়েছে তাই তাকে মেহেরপুর থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয় কিন্তু ভ্যাগের কি পরিহাস কুষ্টিয়া তৃমনির কাছাকাছি পৌছালে পলাশ মৃত্যু বরন করে রাত ২.৩০ এ । এবং পলাশ এর বন্ধু সাধন মেহেরপুর ২৫০ বিশিষ্ট শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আছে।