মেহেরপুর প্রতিনিধি:
ভরণ পোষণ, সন্তান ও নাতীর নির্যাতনের প্রতিকার চেয়ে নাজেরা বেগম নামে এক বিধবা নারী আদালতে মামলা করেছে।
আজ রবিবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেটের আদালতে জ্যেষ্ঠ পুত্র সামসুল আলম পিন্টু ও নাতি (বড় ছেলের সন্তান) সালহীন আলম অঙ্কুরের নামে এ মামলা দায়ের করেন।
নাজেরা বেগম তার লিখিত আরজিতে বলেন, আমি একজন বিধবা নারী। আমার জ্যেষ্ঠ পুত্র সামসুল আলম পিন্টুর ছেলে আমার নাতি সালহীন আলম অঙ্কুর আমার নামে থাকা সম্পতি ব্যাংকে বন্ধক রেখে ৫ লক্ষ টাকা লোন নেয়। সেই লোনের টাকা শোধ না করে আমাকে ফেলে অনত্র চলে যায়। আমি সুদ সহ ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে আমার সেই জমি রক্ষা করি। এর পর গত ২৭ ফেব্রুয়ারি আমার ছেলে ও নাতি এক দল সন্ত্রাসী নিয়ে এসে আমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে। তখন আমি মেহেরপুর থানায় সাধারণ ডায়েরী করি। যার নং ১৪৮৭, তাং ২৭.০২.২১। এর পর তারা বাপ বেটা কয়েক মাস চুপ থেকে গত শনিবার ৩০ অক্টোবর পুনরায় হাতুড়ী লোহার সাবলসহ দেশী অস্ত্র নিয়ে ১০-১২ জন যুবককে নিয়ে এসে আমার বাড়ি ভাংচুর করে। আমাকে হুইল চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন। এসময় আমাকে আমার বাড়িটি জোড়পূর্বক লিখে দেবার জন্য চাপ দেয়। এসময় আমার কান্নার চিৎকারে আমার অন্য ছেলেরা এসে আমাকে উদ্ধার করে। এসময় আমার আপন ছেলে সামসুল আলম ও সামসুজ্জামানকে আঘাত করে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, গত ২০ বছর আগে আমার স্বামী মারা গেছে। আমার অন্য সন্তানরা আমাকে দেখভাল করলেও আমার বড় ছেলে আমার কোন খোঁজ খবর রাখেন না, ভরন পোষনও দেয়না বরং প্রতিদিন আমাকে মানসিক ও শাররিকভাবে নির্যাতন করছে। হত্যার হুমকী দিচ্ছে। আমি এর বিচার সহ জীবনের নিরাপত্তা চাই।