Home » মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের স্মারক গ্রন্থ “সূর্যোদয়”-এর মোড়ক উন্মোচন

মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের স্মারক গ্রন্থ “সূর্যোদয়”-এর মোড়ক উন্মোচন

কর্তৃক xVS2UqarHx07
169 ভিউজ

-এম. সোহেল রানা; বার্তা সম্পাদক; আজকের মেহেরপুরঃ

মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের স্মারক গ্রন্থ “সূর্যোদয়”-এর মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার(৩১ডিসেম্বর ২০২১ইং) বিকেল সাড়ে ৩ ঘটিকায় মেহেরপুর সরকারি মহিলা কলেজে সূর্যোদয় আবৃত্তি সংসদের প্রথম প্রকাশনা বাংলাদেশের ৫০ বছর স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজন করা হয়েছে।
সূর্যোদয় আবৃত্তি সংসদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় সূর্যোদয় আবৃত্তি সংসদের স্মারক গ্রন্থ “সূর্যোদয়”-এর মোড়ক উন্মোচিত হয়।

“সূর্যোদয়” স্মারক গন্থ উন্মোচনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কথা সাহিত্যিক রফিকুর রশিদ, ডা. গাজী রহমান, প্রফেসর মোঃ আব্দুল মজিদ, মোঃ মুরাদ হোসেন।

মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে প্রকাশ পেল কবি ও সংগঠক নূর আলম সম্পাদনায় সংগঠনের প্রথম প্রকাশনা স্মারক গ্রন্থ “সূর্যোদয়”। বাণী দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। আছে সভাপতি ও সম্পাদকের কথা, আরও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (খুলনা অঞ্চল) মাজহারুল হক লিপু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক, মেহেরপূর ক্লাবের সাধারণ সম্পাদক, মেহেরপুর পাবলিক লাইব্রেরির সদস্য সচিব এর শুভেচ্ছা প্রবন্ধ লিখেছেন- মুহাম্মদ রবীউল আলম, নূর আলম,
গল্প লিখেছেন- রফিকুর রশীদ, শাহীন খান
কবিতা লিখেছেন- মীর বরকত, মুরাদ হোসেন, ফজলুল হক সিদ্দিকী, শামীম আরা শিউলী, নন্দিতা উর্মি, উম্মে হাবীবা সূচনা, ফারজানা জুইঁ, ফিরোজা খাতুন, আতাউর রহমান, শফিকুল ইসলাম সেন্টু, উবাইদূর রহমান, মোঃ আবুল হাসেম, আবু লায়েছ লাবলু, সাইফুল ইসলাম, নূর হোসেন, হিলারি হিটলার আভী, এস এম আশাদুল ইসলাম।

সূর্যোদয় আবৃত্তি সংসদের স্মারক গ্রন্থ “সূর্যোদয়”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহীনুর রহমান খাঁন, ফজলুল হক সিদ্দিকী, বাশরী মহন দাস, এস.এম.এ মান্নান, উম্মে ফারজানা জুঁই, আতাউর রহমান, শফিকুর রহমান সেন্টু, উবাইদুর রহমান, মোঃ আবুল হাসেম, আবু লায়েছ লাবলু, সাইফুল ইসলাম, নূর হোসেন, এস এম আশাদুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক আরিফ হোসেন, এম. সোহেল রানা প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন