মেহেরপুর প্রতিনিধি:
ঐতিহাসিক মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করা। আসন্ন ঈদের পুর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং সরকারি অনুরূপ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ। সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতি দ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা করা সহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের সভাপতি ও প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, প্রধান সমন্বয়কারী শাহজাহান আলম সাজু,তাহাজ উদ্দিন, আলীফ হোসেন, আনারুল ইসলাম, শাশ্বত স্বপন চক্রবর্ত্তী প্রমূখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসনের ড. মুহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রধান শিক্ষক তাজাজ উদ্দীন, আবুল কাশেম, শাশ্বত নিপুন চক্রবর্তী, ইসরাইল হোসেন, মিজানুর রহমান, জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।