নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন বিভিন্ন ধরনের শিশু খাদ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় তহিরুল নামের এক ব্যবসায়ীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের গুড়ের আড়তের সামনে থেকে ওই সমস্ত মালামাল জব্দ করা হয়।
ব্যবসায়ী মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া গ্রামের রেজাউল মোল্লার ছেলে তহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর শহরের গুড়ের আড়তের সামনে অভিযান চালিয়ে উৎপাদন, তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্যাকেটকৃত শিশুদের বিভিন্ন ধরনের চকলেট আচার সহ বিভিন্ন ধরনের খাদ্য জব্দ করা হয়।
নিরাপদ খাদ্য আইন২০১৩ এর ৪৩,৪৪ ও ৪৫ ধারামতে এ সমস্ত খাদ্য জব্দ করা হয়। এ ঘটনায় বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬/৩২ এর (গ) এর ৩৩ ও ৩৮ ধারায় একটি মামলা আদায় করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ আগামীকাল মামলার শুনানির দিন ধার্য করেছেন। একই সাথে তহিরুল ইসলামকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।