আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে হাত-পা বাঁধা অবস্থায় নাহিদ (২৪) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
নাহিদ পেশায় একজন রাজমিস্ত্রী এবং উজলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন), রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া বিলের পাশে হাত-পা বাঁধা অবস্থায় নাহিদকে পাওয়া যায়। পরে পুলিশ কে খবর দিলে নাহিদ কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, নাহিদের বাড়ি উজলপুর। সে তেরোঘরিয়া গ্রামে তার নানার বাড়িতে অবস্থান করে। ঘটনার রাতে তেরোঘরিয়া বিলের পাশে নাহিদ কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
পুলিশ এসে তার হাত ও পায়ের বাঁধন খুলে দেন। এসময় তার মুখ ও চোখ সাদা টেপ দিয়ে জড়ানো ছিল।
হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, নাহিদের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। তবে তিনি শঙ্কামুক্তও নন।
এলাকাবাসী ধারণা করছেন, মেরে ফেলার উদ্দেশ্যে কে বা কাহারা তাকে হাত, পা বেঁধে ও চোখ, মুখে টেপ লাগিয়ে ফেলে যেতে পারে।