Home » মেহেরপুরে হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেন পুলিশ

মেহেরপুরে হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেন পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
227 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে হেরোইনসহ পেনাতোস ও মনা হালদার নামের দুই ব্যক্তিকে দুই গ্রাম হেরোইন সহ আটক করেছে টাউন ফাঁড়ি পুলিশ। আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় এ অভিযান চালানো হয়। আটককৃত পেনাতোস ক্যাশবপাড়ার সন্তোষ মাস্টারের ছেলে এবং মনা হালদার হালদারপাড়ার খোকন হালদারের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন ফাঁড়ির এস আই আবুল হোসেনের নেতৃত্বে এ টি এস আই সাজিবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাশবপাড়ায় পেনাতোসের বাড়িতে অভিযান চালিয়ে পেনাতোস ও মনা হালদারকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন