আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত পনজেত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ (৪০),সদর উপজেলার কালিগাংনী গ্রামের আনিচুর রহমানের ছেলে চঞ্চল (৩২) ও একই উপজেলার কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে ছাবদুল(৪৪)।
মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি ওসি সাইফুল আলম, এসআই আশরাফ আলী সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইনসহ
শাহারুল ইসলাম ওরফে অবেদ , চঞ্চল ও ছাবদুলকে আটক করেন।
আটককৃত ওই ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক জেলা আদালতে পাঠানো হয়েছে।