Home » মেহেরপুরে হেরোইন সেবনে অভিযোগে এক যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে

মেহেরপুরে হেরোইন সেবনে অভিযোগে এক যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
191 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

হেরোইন সেবনে অভিযোগে জাফর ইকবালের ওরফে সজল নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাফর ইকবালের ৩ মাসের কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। জাফর ইকবাল মেহেরপুর শহরের ক্যাসব পাড়ার গোলাম হোসেনের ছেলে।

মেহেরপুরের সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৬ ধারাই জাফর ইকবাল দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের কারাদণ্ড ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৪ পুরিয়া হেরোইনসহ জাফর ইকবালকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন