নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগরে ১’শ ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার আনন্দবাস গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুল মান্নানের ছেলে আরিফুল ইসলাম ওরফে বগা(৩১) ও কায়দার আলীর ছেলে পিন্টু হোসেন(৩৬)।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গলাকাটা মোড় এলাকা দিয়ে বিপুল পরিমাণে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান,এএসআই হেলাল উদ্দিন, এএসআই আহসান হাবীব ও এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ২০ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম বগা ও পিন্টুকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।আরো জানাযায়, আটককৃত আরিফুল ইসলাম বগার বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৫টি মাদক মামলা ও পিন্টুর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৬টি মাদক মামলা রয়েছে। আটককৃত দুজনের মাদক মামলা এখনো বিচারাধীন রয়েছে।