Home » মেহেরপুরে ১০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

মেহেরপুরে ১০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
302 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের ১০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই), বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সচিব সানোয়ার হোসেন সানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, শাহাদাৎ হোসেন, মিলন হোসেন, হাসানুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় বুড়িপোতা ও আমঝুপি ইউপির বেকার যুবক যুবতীদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে এসময় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ৮ টি হুইলচেয়ার, বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারমূলক অংশ গ্রহণে ছাত্র-ছাত্রীদের মাঝে ১০ টি বাইসাইকেল, পড়ালেখা ও খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে ২৪ টি বিদ্যালয়ে ফ্যান ও ফুটবল, কৃষি কাজে উদ্বুদ্ধকরণে ৫৫ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন এবং ১৩ জন অসহায় মহিলাদের মাঝে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন