আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে সদর উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে ১২ হাজার শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত রোহান বিড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ বিড়ি গুলো উদ্ধার করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে কুষ্টিয়া জেলার কৈগাড়ীপাড়া বাহাদুরপুরের রকি আহমেদের নিকট থেকে বিড়ি উদ্ধার করেন।ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব বিড়ি জব্দ করা হয়।