নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুর ২১ আগস্টে নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা ও রক্তস্নাত একুশে আগস্টে নিহতদের স্মরণে মেহেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২১/০৮/২১ইং) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের
চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাবেক প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস , মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ আসকার আলী, মেহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী ও নিশান সাবের প্রমুখ। আলোচনা পরবর্তীতে ২১ আগস্টে নিহতের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।