Home » মেহেরপুরে ৩ বীজ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা।  

মেহেরপুরে ৩ বীজ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা।  

কর্তৃক xVS2UqarHx07
12 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে ৩ বীজ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ এবং আমদানীকৃত বীজের প্যাকেট বিক্রয় মূল্য না থাকার অপরাধে মেহেরপুরের ৩ বীজ প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা।

১১ই ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে মেহেরপুর সদর পৌরসভার বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা আদায় করা হয়। বাজিতপুর বীজ ভান্ডারে ভারত থেকে আমদানীকৃত বীজের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ভোক্তা অধিকার সরংক্ষণ আইন ২০০৯ এর দুটি ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এর আগে মেহেরপুর বীজ ভান্ডার ও সজিব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ সংরক্ষণ করায় অপরাধে ৫ হাজার টাকা করে সর্বোমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন অফিসার মো: এমদাদুল হক। এ সময় জেলা পুলিশের বিশেষ টিম অভিযানে সহযোগিতা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন