নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শ্যামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিপন হোসেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ওবির হোসেনের ছেলে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিশেষ কৌশলে রিপনকে গ্রেফতার করা হয়।