Home » মেহেরপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে

মেহেরপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তার উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। এর আগে প্রতিমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন। মেহেরপুর জেলার খুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন জিনিস মেলার ১২ টি স্টলে স্থান পেয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন