Home » মেহেরপুরে ৫০ টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের নোটিশ, দুই শতাধিক সদস্য চরম বিপাকে পড়েছে

মেহেরপুরে ৫০ টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের নোটিশ, দুই শতাধিক সদস্য চরম বিপাকে পড়েছে

কর্তৃক xVS2UqarHx07
232 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ার প্রায় ৫০ টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ এর নোটিশ দেওয়ায় ওই এলাকার ৫০ টি ভূমিহীন পরিবারের দুই শতাধিক সদস্য চরম বিপাকে পড়েছে। উচ্ছেদের সিদ্ধান্তটি প্রত্যাহার করার লক্ষ্যে ভূমিহীন ঐ সকল পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে ভূমিহীন ৫১টি পরিবারের স্বাক্ষর সম্বলিত আবেদনটি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান আবেদন গ্রহণ করেন। এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

ভূমিহীন পরিবারের আবেদন পত্র মারফত জানা গেছে, মেহেরপুর পৌর ভূমি অফিসের অধীনে ৬৫ নং বসন্ত পুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৭১,৭২, ৭৩, ৭৪ এবং ৭৫ নং দাগের ( কাকলিমারি খড়মাট সায়ারাত) খাসজমিতে দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর যাবত ভূমিহীন হিসেবে বসবাস করে আসছে। গত ৩ দিন পূর্বে সেখানে হঠাৎ করে ৭ দিনের মধ্যে উচ্ছেদ করার জন্য মেহেরপুর ভূমি অফিসের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকায় সাইন বোর্ড লাগানোর পর থেকেই এলাকার অর্ধশত পরিবারের সদস্যদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এসকল ভূমিহীনরা জানান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ভূমিহীনদের প্রতি উদারতা এবং ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন রেখে চলেছেন। ভূমিহীনদের ঘর তৈরি করে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় দীর্ঘ ৩০ বছর যাবৎ আমরা এই স্থানে কোনরকম মাথাগোঁজার ঠাঁই তৈরি করে বসবাস করে আসছি। ঠিক সেই মুহুর্তে আমাদের কে উচ্ছেদ করার জন্য সাইনবোর্ড টানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে ভূমিহীন ঐ সকল পরিবারের নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সকল বয়সী সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করেন। পরে তাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে তাদের আবেদন পত্র পৌঁছে দেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন