Home » মেহেরপুরে ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২ ও ৪ স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মেহেরপুরে ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২ ও ৪ স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

কর্তৃক xVS2UqarHx07
223 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

তৃতীয় ধাপের নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, কুতুবপুর,গাংনী উপজেলার রায়পুর,ধানখােলা,ষােলটাকা এবং কাজীপুর ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে বুড়িপোতা ইউনিয়নে শাহজামাল (নৌকা) প্রতীক নিয়ে পূনরায় বিজয়ী হয়েছেন।

কুতুবপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সেলিম রেজা। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৫৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী (নৌকা) প্রতীক নিয়ে ১০ হাজার ৭২৮ ভোট।

বুড়িপোতা ইউনিয়নে নৌকা প্রতীন নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক (ঘোড়া) প্রতীকে ১১ হাজার ৪১৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে, গাংনী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফলে রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী গােলাম সাকলায়েন ছেপু (নৌকা প্রতীক),ষোলটাকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হােসেন পাশা,কাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহা. আলম হুসাইন বিজয়ী হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ধানখোলা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা প্রতীক) নিয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।

ভােটের ফলাফলে রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী গোলাম সাকলায়েন ছেপু ১ হাজার ১১৪ ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ২৫৯।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রব (আনারস ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৪৫ ভোট। এবং সাবেক চেয়ারম্যান আলফাজ হোসেন কালু (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৯৮ ভোট। ষোলটাকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আনোয়ার হােসেন পাশা (আনারস) প্রতীক নিয়ে ১৯৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মােট ভােট পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের মনােনিত প্রার্থী দেলবার হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬১০ ভোট। জাতীয় পার্টির মনােনিত প্রার্থী জান মহাম্মদ মিন্টু (লাঙ্গল) প্রতীক নিয়ে ১ হাজার ২৫০ ভোট পেয়েছেন।

কাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহা. আলম হুসাইন ৪৫৭ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ( চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আব্দুল আলিম (টেবিলফ্যান) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৫৪ ভোট। আওয়ামী লীগের মনােনিত প্রার্থী রেজাউল হক (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম সরােয়ার (দুটি পাতা) প্রতীক নিয়ে ৩ হাজার ১১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (আনারস) প্রতীক নিয়ে ২ হাজার ৪০৫ ভোট এবং আব্বাস আলী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৫৪২ ভোট পেয়েছেন।

রবিবার সকাল ৮ থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে গণনা শেষে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসার ভােটের ফলাফল ঘােষণা করেন।

অন্যদিকে,ধানখোলা ইউনিয়নে (নৌকা) প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনােনিত প্রার্থী আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে
এ ইউনিয়নে রবিবার ওয়ার্ড (সদস্য) মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন