Home » মেহেরপুর অটো ইজি বাইক মালিক-চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা

মেহেরপুর অটো ইজি বাইক মালিক-চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা

কর্তৃক xVS2UqarHx07
203 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

শুক্রবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক সমিতি নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন ফলাফল ঘোষণা করেন ।

এতে সভাপতি পদে গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান মিন্টু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১২৪৮ জন ভোটারের মন জয় করতে ১৭ টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে গোলাম মোস্তফা (ছাতা) প্রতীক নিয়ে ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীব মাসুদ রানা(গরুর গাড়ি) ৩৩৬ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে পিন্টু (বই) ৩৮০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী জয়নাল আবেদীন (চাকা) ২৪৭ ভোট পান। সহ- সভাপতি পদে রায়হান মিঠু( মই) ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী খুরশেদ আলম (দেওয়াল ঘড়ি) ২৬৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মফউর রহমান মিন্টু (চেয়ার),৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিল্লাল হোসেন (গোলাপ ফুল) ৩১২ ভোট পান। যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মাছ)৪৫৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুর রকিব (মোরগ)২২০ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে রিপন আলি (কলস) ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী রউফ রিপন (টিউবওয়েল)২০১ ভোট পান।কোষাধ্যক্ষ পদে সালা উদ্দিন খোকন (মাইক)৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ইলিয়াস মামুন (হারিকেন) ২২৩ ভোট পান। লাইন সম্পাদক পদে আল-আমিন (মোবাইল ফোন)৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী হাসিবুল (পায়রা) ২৩৩ ভোট পান। প্রচার সম্পাদক পদে শামিম আলি (বাঘ)৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান খান (হাতি) ৩১৪ ভোট পান।ক্রীড়া সম্পাদক
পদে মন্টুমিয়া (ঘোড়া)৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব লালমিয়া (চাঁদ তারা) ২৭৯ ভোট পান।

দপ্তর সম্পাদক পদে রিপন (আম) ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
বদর উদ্দীন (বৈদ্যুতিকপাখা) ২৩৩ ভোট পান।
শ্রমিক কল্যাণ সম্পাদক পদে বদর উদ্দীন (ঘুড়ি)৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম (উটপাখি) ২৪২ ভোট পান। নির্বাহী সদস্য আব্দুস সাত্তার (হাতুড়ি) ৪৭৬ ভোট,মিনারুল (ট্রাক)২৯৯ ভোট,রায়হান (মোটরসাইকেল)২৯৩ ভোট,
জহিরুল হক (কুড়াল) ২৯১ ভোট এবং
আনোয়ার হোসেন (তবলা) ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার সময় অন্যদের মধ্যে সহকারী নির্বাচন কমিশনার রাহিনুজ্জামান পলেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সচিব সাফওয়ান আহমেদ রূপক, সদস্য মিজানুর রহমান হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন