নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর অরনি থিয়েটার এবং অরনি চিলড্রেনস থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহীদ শামসুজোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অরনি চিলড্রেন থিয়েটারের সদস্য মাইশা ফারজানা ঐশির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অরনি চিলড্রেন থিয়েটারের সদস্য ফাবিহা রহমান মাহি।
অরনীর সভাপতি নিশান সাবেরের পরিচালনায় তানজিফ রহমান অর্পন,তাহসিন তাসমিম হক অহনা,তানজিমা তাসনিম হক মোহোনার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ছড়াকার রফিকুর রশিদ,সুমনা রহমান,শফিউল আজম রবিন,রিয়া রহমান, প্যানেল মেয়ার শাহিনুর রহমান,সুলতানা রাজিয়া টনি,মফিজুর রহমান জানে আলম প্রমূখ।