নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা ভিত্তিক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৪র্থ ধাপ ২০২১-২০২২ এর ২১ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিস মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণের মধ্য দিয়ে ২১দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়।
মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেন। এ সময় সদর উপজেলা কর্মকর্তা ইসরাফিল হোসেন, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সুব্রত কুমার কে সেরা সদস্য হিসাবে পুরস্কৃত করা হয়। পরে সেখানে একটি র্যালী বের করা হয়। জেলা কমান্ডেন্ট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে র্যালিটি স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে।