মেহেরপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যরে সেতুবন্ধন তৈরির জন্য অভিবাসন এবং সর্বোপরি বিশ্বব্যাপী অভিবাসীর মর্যাদা এবং তার পরিবারের সদস্যদের অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।
শনিবার সকালে মেহেরপুর টিটিসি’র উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়। টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদারের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে টিটিসি’র অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।