Home » মেহেরপুর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে

মেহেরপুর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
233 ভিউজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার,ইন্সপেক্টর আব্দুল আউয়াল ব্র্যাকের জেলা প্রতিনিধি ফজলুর রহমান, ইসলামী ব্যাংকের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

পরে অধিক পরিমাণ রেমিটেন্স পাঠানোই মেহেরপুরের মানিক হোসেন, রোকেয়া খাতুন এবং ইসলামী ব্যাংক মেহেরপুরকে সম্মাননা প্রদান করা হয়। এদিকে এর আগে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) লিংকন বিশ্বাসের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালীতে অন্যদের মধ্যে টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুর রহমান সহ টিটিসি’র অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন