নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আবারো নৌকার মাঝি হলেন মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে নৌকার মাঝি হিসাবে মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া হয়। বিষয়টি মাহফুজুর রহমান রিটন নিশ্চিত করেছেন।
মেহেরপুর পৌরসভা নৌকার মাঝি হতে বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন সহ মোট ১১ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সবাইকে পিছনে ফেলে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আগামী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।