নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হলেন আমদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আহমদ আলীর পুত্র এবং সাবেক চেয়ারম্যান মরহুম আবু বক্করের ছোট ভাই রওশন আলী টোকন।
বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যাললে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রওশন আলী টোকনের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রায় ১ যুগ পর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছায়ের শেষ তারিখ। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। এবং ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।