নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ৪ দিনের সফরে মেহেরপুর আসছেন।
বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রী ফারহাদ হোসেনের মেহেরপুর পৌঁছানোর কথা। প্রতিমন্ত্রীর ৪ দিনের সফরে শনিবার সারাদেশে একযোগে ১ কোটি ভ্যাকসিন কার্যক্রমের অংশ হিসেবে মেহেরপুরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করবেন।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। রাতে “শতবর্ষের শত ঘন্টা মুজিব চর্চা” আয়োজন এর সমাপনী ও সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রবিবার প্রতিমন্ত্রীর বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান করবেন। এবং ওই দিনই ঢাকার উদ্দেশ্যে তিনি মেহেরপুর ত্যাগ করার কথা।