Home » মেহেরপুর ইসলামী ব্যাংক শাখার বাংলাদেশ লিমিটেড উদ্যোগে গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন

মেহেরপুর ইসলামী ব্যাংক শাখার বাংলাদেশ লিমিটেড উদ্যোগে গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
122 ভিউজ

মেহেরপুর প্রতিবেদক

বৃক্ষের বহুমাত্রিক চাহিদা ও বৃক্ষেরপ্রাণের প্রকৃতিক প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে – মেহেরপুর ইসলামী ব্যাংক শাখা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে -পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে- মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়l গতকাল চারটার সময় ইসলামী ব্যাংক শাখা নিজস্ব হলরুমে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ফলজ/ বনজ চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জাহাঙ্গীর আলম- চারা বিতরনের সময় সদস্যদের- তিনি ব্যাংকেৱ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন- আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন প্রত্যেক সদস্য যেন পাঁচটি করে চারা রোপণ করেন- সেই আলোকে ইসলামী ব্যাংক বলছে প্রতিটা সদস্য যেন মিনিমাম পাঁচটা চারা রোপণ করবেন- অনুষ্ঠান শেষ দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়

০ মন্তব্য

You may also like

মতামত দিন