মেহেরপুর প্রতিবেদক
বৃক্ষের বহুমাত্রিক চাহিদা ও বৃক্ষেরপ্রাণের প্রকৃতিক প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে – মেহেরপুর ইসলামী ব্যাংক শাখা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে -পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে- মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়l গতকাল চারটার সময় ইসলামী ব্যাংক শাখা নিজস্ব হলরুমে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ফলজ/ বনজ চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জাহাঙ্গীর আলম- চারা বিতরনের সময় সদস্যদের- তিনি ব্যাংকেৱ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন- আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন প্রত্যেক সদস্য যেন পাঁচটি করে চারা রোপণ করেন- সেই আলোকে ইসলামী ব্যাংক বলছে প্রতিটা সদস্য যেন মিনিমাম পাঁচটা চারা রোপণ করবেন- অনুষ্ঠান শেষ দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়