নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মোঃ নজরুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম। পরে সেখানে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে মেহেরপুর সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান করা হবে। ফাইজার এই ভ্যাকসিন গ্রহণ করার জন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ কমতি থাকলেও সরকারি মহিলা কলেজে ভ্যাকসিন গ্রহণের জন্য ছাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।