Home » মেহেরপুর ও চুয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাসহ দুই জনকে আটক করেছে পুলিশ

মেহেরপুর ও চুয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাসহ দুই জনকে আটক করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর ও চুয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, মেহেরপুর নতুন পাড়ার মৃত আব্দুল মমিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে আলা (৪৫) এবং চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদ গ্রামের মৃত নুর বক্সের ছেলের রফিকুল ইসলাম ওরফে মিন্টু (৪৯)।

গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর থানার এস আই নজরুল ইসলাম। এসময় এএসআই শাকিল হোসেন, এএসআই শাহ জামালসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, মেহেরপুর থানার মামলা অনুযায়ী পুলিশ চুরি যাওয়া রিক্সা উদ্ধারের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। এর অংশ হিসেবে গতকাল ভোরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবং চোরাই রিক্সাও উদ্ধার করা হয়। রিক্সার আনুমানিক মূল্য ৪৫০০০ (পঁয়তাল্লিশ) হাজার টাকা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন