আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার কাপড় পড়ে ছায়া হয়ে গেছে।
শুক্রবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পিরোজপুর শিশির পাড়া গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে হামিদুলের কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে ভোরের দিকে হঠাৎ করে দোকানের মধ্যে আগুন ধরে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে সেটি কেউ সঠিকভাবে বলতে পারছেন না। দোকান মালিক হামিদুল জানান রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে দেখতে পাই দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের সমস্ত কাপড় পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসা হামিদুল জানান নগদ প্রায় ১০ হাজার টাকাসহ ১৪-১৫ লক্ষ টাকার কাপড় ছিল যা সমস্তই পুড়ে গেছে।