Home » মেহেরপুর কৃষক দলের মিছিল মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মেহেরপুর কৃষক দলের মিছিল মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

কর্তৃক xVS2UqarHx07
56 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

 

 

মেহেরপুর কৃষক দলের মিছিল মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

কৃষি এবং কৃষকের স্বার্থে মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষকদল।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল এগারো টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন,এ সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,বক্তব্যে তারা বলেন কৃষকদের ন্যায্য মূল্যে সার বিতরণ করতে হবে,কৃষকদের মাঝে বীজ বিতরণ অনিয়ম যে অনিয়ম হয়েছে তা জেলা প্রশাসককে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান,বক্তব্যে তারা আরো বলেন, মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কার্যক্রম চলমান রাখার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক, গাংনী পৌর কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিরাজ উদ্দিন সহ কৃষক দলের সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন