নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গাংনীতে সড়ক দুর্ঘটনায় রোজা(১০)নামের এক শিশু নিহত হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রোজা উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়,রোজা তার মা-বাবার সাথে মোটরসাইকেল যোগে নানি বাড়ি উপজেলার বেড় গ্রাম থেকে নিজের বাড়ি গোপালনগর গ্রামের যাওয়ার পথে আড়পাড়া বাজারে পৌছালে দ্রুত গতিতে আসা স্টারিং গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কাদিলে পাকারাস্তার ছিটকে পড়ে।অবৈধ যান স্টারিং চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দেবাশীষ তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করে ব্যবস্থা নেয়া হবে।