নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ মাহফুজুর রহমান, মোঃ মিলন ও মোঃ রাসেল নামের ৩ যুবককে আটক করেছে।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি)বিভাগ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে, এএসআই হেলাল উদ্দিন,এএসআই মাহাতাব উদ্দিন,এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালান। এসময় ৩ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত মাহফুজুর রহমান মেহেরপুর শহরের পেয়াদা পাড়া আব্দুর রহমানের ছেলে,মোঃ মিলন শহরের বেড় পাড়া এলাকার মৃত রেজাউলের ছেলে এবং মোঃ রাসেল একই এলাকার আহসানের ছেলে। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।